Logo Logo

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন ডলার


Splash Image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুসারে একই সময়ে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ হাজার ৩০৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব অনুযায়ী ২৫ হাজার ৩৯৭ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে প্রকৃত রিজার্ভের চিত্র পাওয়া যায়।

বিশ্লেষকদের মতে, দেশের আমদানি ব্যয়, বৈদেশিক ঋণের দায় এবং রপ্তানি আয় ও প্রবাসী আয় প্রবাহের উপর নির্ভর করেই ভবিষ্যতে রিজার্ভের গতিপথ নির্ধারিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...