বিজ্ঞাপন
অফিসে কাজের সময় হঠাৎ ঘুম আসছে, কিংবা বাসায় বসেও বারবার ক্লান্ত লাগছে? এটি শুধু ঘুমের অভাব নয়, আয়রনের ঘাটতি, থাইরয়েড সমস্যা বা এমনকি ডায়াবেটিসেরও ইঙ্গিত হতে পারে।
অনেকেই মনে করেন, পেটে শব্দ মানেই ক্ষুধা। কিন্তু সবসময় তা নয়। এটি গ্যাস, Bloating (ব্লোটিং) কিংবা হজমের সমস্যার কারণে হতে পারে।
সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে হঠাৎ শ্বাসকষ্ট? এটি অ্যানিমিয়ার (রক্তে হিমোগ্লোবিনের অভাব) লক্ষণ হতে পারে। তবে হৃদপিণ্ড বা ফুসফুসের সমস্যাও এর পেছনে থাকতে পারে।
আপনার খুবই প্রিয় খাবার হঠাৎ তেতো বা অদ্ভুত স্বাদের মনে হচ্ছে! এটি হতে পারে লিভারের সমস্যা, হজমের অসুবিধা বা দাঁতের ইনফেকশন ।
চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ গোড়ায় ব্যথা লাগছে, সাথে সাথে মাথা ঘোরা? এটি রক্ত সঞ্চালনের সমস্যা বা ভিটামিনের অভাবের কারণে হতে পারে।
অনেকেই এই বিষয়টি অবহেলা করেন। কিন্তু বারবার হলে এটি আপনার শরীরে ডায়াবেটিস, ভিটামিন B12 এর ঘাটতি অথবা স্নায়বিক সমস্যার ইঙ্গিত দিতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, যে কোন সমস্যার শুরুতেই শরীর সবসময় সংকেত দেয়। আমরা যদি সেই ছোট্ট লক্ষণগুলোকে গুরুত্ব দেই, তাহলে বড় কোনো রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার আগেই প্রতিকার সম্ভব। এসব লক্ষণ বারবার দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সামান্য সচেতনতাই আপনার সুস্থতার পথ খুলে দিতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...