Logo Logo

একটি কুচক্রী মহল পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচালের পায়তারায় লিপ্ত : মাহবুবুর রহমান


Splash Image

দেশে একটি কুচক্রী মহল পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দেওয়ার কথা বলে নির্বাচনী প্রক্রিয়া বানচালের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।


বিজ্ঞাপন


তিনি বলেন, “আমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত এই পিআর পদ্ধতি বুঝিও না, জানিও না। এই পদ্ধতিতে ভোট দিলে সুনামগঞ্জে, এমপি হবে চট্টগ্রামে; সুনামগঞ্জে ভোট দিলে এমপি হবে রাঙ্গামাটিতে। এটি সাধারণ মানুষ না বোঝে, না চায়। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।”

গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকালে তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাদাঘাট বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সকালে থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির কর্মী-সমর্থকরা মিছিলসহ বাদাঘাট বাজারে সমবেত হতে থাকেন। কয়েক ঘণ্টার মধ্যেই জনসমুদ্রের রূপ নেয় সভাস্থল। বাদাঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন আহমদের সঞ্চালনায় আয়োজিত এ পথসভায় মাহবুবুর রহমান আরও বলেন, “আমরা কষ্ট করে ভোট দেবো, আর এমপি হবে অন্য জায়গার। জনগণ এই অবাঞ্চিত ব্যবস্থা কোনোভাবেই মেনে নেবে না। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচিত হবে।”

তিনি আরও দাবি করেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে দেশে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ দৃশ্য দেখে সরকার সমর্থকরা বিভ্রান্ত হয়ে দেশে পিআর পদ্ধতির নির্বাচন চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে।

পথসভায় বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মাহবুব মল্লিক, তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাসেম, বড়দল উত্তর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রহুল আমিন, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল গণি প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...