বিজ্ঞাপন
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে সবজির এমন চিত্র দেখা গেছে।
বাজারে কাঁচা মরিচের দাম সর্বনিম্ন ৪২০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এর দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা কেজি। পাইকারি বাজারে সরবরাহ অর্ধেকে নেমে যাওয়ায় বিক্রেতাদেরকে বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
শীতকালীন সবজির মধ্যে শিমের দাম কমে কেজিতে ৪০ টাকা, এখন ২৬০ টাকায় পাওয়া যাচ্ছে। আগাম ছোট আকারের ফুলকপি ও পাতাকপির দাম প্রতিপিস ৮০ থেকে ১০০ টাকায় স্থিতিশীল রয়েছে। মুলা প্রতি কেজি ৮০ টাকায় এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির কেজি দরের চিত্র হলো: ঢেঁড়স ৮০ টাকা, কচুরলতি ৯০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, বরবটি ১০০ টাকা। এছাড়া চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল ও পটল প্রতি কেজি ৮০ টাকা, করলা ১০০ টাকা, উস্তা ১২০ টাকা এবং কাকরোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস জালি ৬০-৭০ টাকা, লাউ ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। কচুরমুখি ৬০ টাকা কেজি, শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দল ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বৃষ্টির কারণে শাকের বাজারও ঊর্ধ্বমুখী রয়েছে। পুঁইশাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, কুমার শাক ৫০-৬০ টাকায়। অন্যান্য শাকের মধ্যে লালশাক ২৫-৩০ টাকা, কলমি শাক ২০ টাকা, পালংশাক ৪০ টাকা, পাটশাক ৩০ টাকা, কচুশাক ৩০ টাকা, মুলা শাক ২৫ টাকা এবং ডাঁটা শাক প্রতি আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
গোপীবাগের এক সবজি বিক্রেতা বলেন, “পাইকারি বাজারে কয়েকদিন ধরে চাহিদা অনুযায়ী সবজি পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ সবজির এখন মৌসুম শেষ হতে যাচ্ছে। ফলে ফলন কম এবং বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হচ্ছে। এই কারণে কাঁচা মরিচসহ কিছু সবজির দাম আকাশছোঁয়া।”
বৃষ্টি ও কম সরবরাহের প্রভাবে সবজি বাজারে দাম ওঠানামা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...