Logo Logo

অগ্নিকাণ্ডকে ঘিরে মামলার নাটক, একে অপরকে দোষারোপ দুই পক্ষের


Splash Image

নেত্রকোণার মদন উপজেলায় অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বাদীপক্ষের দাবি, মামলার দায় থেকে রেহাই পেতে আসামিরা নিজেরাই পরিত্যক্ত বসতঘরে আগুন দিয়ে নাটক সাজিয়েছে। অন্যদিকে বিবাদীপক্ষ বলছে, প্রতিপক্ষের লোকজন তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাছআলমশ্রী গ্রামে। এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) বিবাদীপক্ষের জিকারা আক্তার মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎‎লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমশ্রী গ্রামের খান বাহাদুরের ছেলে এ্যাডভোকেট রুহুল আমিন রুবেল এবং একই গ্রামের সাইদুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন বিবেকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে ২০২৪ সালের ১২ এপ্রিল বিবেকপক্ষ রুবেলের বাড়িতে হামলা চালায় এবং একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম করে। পরে রুবেল ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

‎‎মামলার পর থেকে আসামিপক্ষ স্থানীয় মাতব্বরদের মাধ্যমে আপোষ মীমাংসার চেষ্টা করে আসছিল। সম্প্রতি ওই মামলার দুই আসামি কারাগার থেকে জামিনে মুক্তি পেলেও অন্যরা হাজিরা না দেওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামিরা পলাতক থাকায় তাদের বাড়ি ফাঁকা পড়ে ছিল এবং পরিবার নিয়ে তারা ঢাকায় বসবাস করছিলেন।

‎‎এ অবস্থায় বৃহস্পতিবার রাতে আসামি মিন্টু মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৭ লাখ ৫২ হাজার টাকার মালপত্র পুড়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জিকারা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

‎‎অভিযোগকারী জিকারা আক্তার বলেন, “প্রতিবেশী রুবেলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে, আমার ছেলে সেই মামলায় জেলে গেছে। আমরা আপোষের চেষ্টা করেছি, কিন্তু তারা রাজি হয়নি। কিছুদিন আগে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে।” তবে তিনি নিজে অগ্নিকাণ্ড প্রত্যক্ষ করেননি বলে জানান।

‎‎অন্যদিকে বাদীপক্ষের এ্যাডভোকেট রুহুল আমিন রুবেল বলেন, “গত বছর বিবেক আমাদের বাড়িতে হামলা করেছিল, এটা সবাই জানে। আমরা ন্যায়বিচারের জন্য মামলা করেছি। এখন মামলা থেকে রেহাই পেতে ও আমাদের চাপে ফেলতে তারা নিজেরাই পরিত্যক্ত ঘরে আগুন দিয়ে নাটক সাজিয়েছে।”

‎‎এ বিষয়ে মদন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মঞ্জু মিয়া জানান, “আলমশ্রী গ্রামের অগ্নিকাণ্ডের কোনো সংবাদ আমরা পাইনি। সংবাদ পেলে অবশ্যই ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হতো।”

‎‎মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...