Logo Logo

বৈদ্যুতিক শর্ট সার্কিটে কলাপাড়ায় অগ্নিকাণ্ড

ঋণে গড়া দোকান পুড়ে ছাই, কলাপাড়ায় ব্যবসায়ীদের চোখে জল


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।


বিজ্ঞাপন


পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বীপাড়া নতুনবাজার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোররাত সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় মসজিদের মোয়াজ্জেম নেছার উদ্দিন ফজরের আজান দেওয়ার সময় আগুনের লেলিহান শিখা দেখতে পান এবং মসজিদের মাইকযোগে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান এবং খবর দেন ফায়ার সার্ভিসে।

মোয়াজ্জেম নেছার উদ্দিন বলেন,

“ভোরে আজান দেওয়ার জন্য মসজিদের দিকে আসছিলাম। দেখি দোকানে আগুন লেগেছে। তখনই মসজিদের মাইক দিয়ে সবাইকে খবর দিই। নতুনবাজারের তিনটি দোকান পুরোপুরি পুড়ে গেছে, এমনকি মসজিদের দেয়ালেও আগুন লেগেছিল।”

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক হাবিবুর রহমান জানান, তাঁর কাপড়, জুতা ও কসমেটিকসের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে; প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অন্যদিকে, বাচ্চু মুদি মনোহারির দোকানে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

আল-আমিন ইলেকট্রনিক্সের মালিক আল-আমিন বলেন,

“আমার দোকানে টিভি, ফ্যান, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণ করে দোকান দিয়েছিলাম, এখন পথে বসেছি।”

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়সাল আহমেদ বলেন,

“রাত সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, তবে আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...