বিজ্ঞাপন
জামালপুরের বকশীগঞ্জে টানা বর্ষণের কারণে স্থানীয়ভাবে সবজি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে বাজারে কাঁচা তরকারির দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
বর্তমানে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, মরিচের কেজি ৩০০ থেকে ৩২০ টাকা, আর ভেন্ডি, বরবটি, কচু, চিচিঙ্গা, ঝিঙা, কাঁকড়, শসা প্রভৃতি সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা দরে। তুলনামূলকভাবে কিছুটা স্বস্তি মিলছে কাঁচা পেঁপেতে, যা পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৪০ টাকায়।
এছাড়াও গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে আদা, রসুন, চাল, ডাল ও পেঁয়াজের দামও। হঠাৎ এ দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে।
স্থানীয় ভোক্তারা জানান, বর্ষা মৌসুমে প্রতিবারই বাজারে কাঁচা তরকারির দাম কিছুটা বাড়ে, তবে এবারের বৃদ্ধিটি অস্বাভাবিক। তারা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...