Logo Logo

নেত্রকোণায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে প্রশাসনের অভিযান


Splash Image

নেত্রকোণা শহরের যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্তকরণের উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। আজ রোববার (৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে তেরি বাজার পর্যন্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে উল্লিখিত এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়াও সড়কে অবৈধভাবে পার্কিং করা অটো, ভ্যান, মোটরবাইক, ফল ও সবজির দোকান ইত্যাদি সতর্কতামূলকভাবে সরিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উপস্থিত থেকে কর্মসূচি পরিদর্শন করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দোকানদারদের নিজ নিজ দোকানের সামনে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দেন এবং পুনরায় দখলের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন।

এসময় নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান আসিফসহ কালেক্টরেটের অন্যান্য সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, শহরের সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিক জীবনমান উন্নয়নে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে যাতে অভিযান আরও সফল ও বেগবান হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...