Logo Logo

বগুড়ার শেরপুরে ৩৭ আদিবাসী পরিবার পেল গরু, ছাগল ও খাদ্য সামগ্রী


Splash Image

বগুড়ার শেরপুরে আদিবাসী কমিউনিটির জীবনমান উন্নয়নে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ এলাকায় এস আই ডিপি কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শাহীন আলম, মাথাইল চাপর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী আশু মাষ্টার, সংস্থার মাঠ সমন্বয়কারী সুলতান মাহমুদ ও মামুনুর রশিদ, সমাজকর্মী শ্রী সুজ তাতী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিশালপুর ও শাহবন্দেগী ইউনিয়নের ৩৭টি আদিবাসী পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। সুমিথ ফাউন্ডেশন এবং ওইআর আন্ড ডাই ওয়েল্ট জার্মানীর অর্থায়নে এবং পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর বাস্তবায়নে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

সহায়তার অংশ হিসেবে ৩টি গরু, ৪টি ছাগল, জমি লিজ, সবজি বীজসহ চাল, ডাল, তেল, আলু ও লবণ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...