Logo Logo

মোবাইল কোর্ট পরিচালনা করে ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা


Splash Image

ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

এসময় তিন মাসের দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম শহরের ছিটপাড়া মহল্লার মৃত মোহাম্মদ আলির ছেলে এবং খোরশেদ আলম এর ছেলে সালমান সাদিকে মালিকানাধীন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুর জেলার ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ডাক্তারের পরিচয় দিয়ে ভূয়া চিকিৎসা করে যাচ্ছে। যা অনুমোদনহীন ফার্মেসি জনগণের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এবিষয়ে সাধারণ মানুষকে পরামর্শ দিয়ে জেলা প্রশাসন তার ফেসবুক ভেরিফাইড পেজে বলেন, চিকিৎসার প্রয়োজনে শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে এবং কোনো ভুয়া ডাক্তার বা অনুমোদনবিহীন ফার্মেসির কার্যক্রম লক্ষ্য করলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...