Logo Logo

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন, মেডিকেল অফিসার ডা. দীবাকর বিশ্বাস এবং জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান।

বক্তারা জানান, টাইফয়েড জ্বর শিশুদের জন্য একটি মারাত্মক সংক্রামক রোগ, যা সঠিক টিকাদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এ বছর গোপালগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ৩ লাখ ৪৩ হাজার ৭৩ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাগুলো বিনামূল্যে প্রদান করা হবে।

তারা আরও বলেন, টিকাদান কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা এই উদ্যোগকে আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা সরকারের এ জনস্বাস্থ্য উদ্যোগের প্রশংসা করেন এবং টিকাদান কর্মসূচিকে জনগণের মধ্যে প্রচারে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন।

বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান—নির্ধারিত সময়ে তাঁদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার মাধ্যমে টাইফয়েডের ঝুঁকি থেকে রক্ষা করতে এগিয়ে আসতে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...