বিজ্ঞাপন
স্থানীয়রা জানিয়েছেন, বহুদিন ধরে ক্লিনিক ভবনটি সংস্কার না হওয়ায় দেয়াল ও মেঝেতে ফাঁক-ফোঁকর ও গর্ত তৈরি হয়েছে, যা সাপের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে প্রবেশ করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম। ক্লিনিকের ফ্লোরে হঠাৎ সাপের নড়াচড়া দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। পরে স্থানীয়রা, বিশেষ করে মিলন নামের এক ব্যক্তি সহ কয়েকজন, দ্রুত ঘটনাস্থলে এসে ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে সাতটি বিষাক্ত সাপ ধরে মেরে ফেলেন।
সিএইচসিপি মারজিয়া খানম বলেন, “এত পুরনো ভবনে কাজ করতে ভয় লাগে। আজ সাতটা সাপ ধরা পড়েছে, কাল আরও হতে পারে। ভবনটি দ্রুত সংস্কার না করলে আমাদের দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।”
স্থানীয়রা জানান, ক্লিনিকটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার করা হলে এমন বিপজ্জনক পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত ভবন সংস্কারের দাবিতে এগিয়ে এসেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...