বিজ্ঞাপন
বুধবার (৮ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি’র অধীনস্থ শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় পুটখালীর উত্তর পাড়ায় বিশেষ তল্লাশি অভিযানে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের মোট ৯টি স্বর্ণের বারসহ পাচারকারী মনিরুজ্জামানকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক এক কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।
গ্রেফতার মনিরুজ্জামান পুটখালী গ্রামের কাদের আলী সর্দারের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারত সীমান্তসংলগ্ন পুটখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্বর্ণ পাচারের একটি মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা প্রদান করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...