Logo Logo

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগবাঁটোয়ারা, ২০ ঘন্টা পর দাফন


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ শতক জমি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ ২০ ঘণ্টা আটকে রাখার এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীর নাম আমেনা বেগম (৬৫)। তিনি একই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া ১২ শতক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ছেলে নজিব উল্ল্যাহ ও ছোট ছেলে সাইফুল্লাহর মধ্যে বিরোধ চলছিল। মৃত্যুর আগে আমেনা বেগম সম্পত্তির একটি অংশ ছোট ছেলে সাইফুল্লাহর নামে রেজিস্ট্রি করে দেন। এতে ক্ষুব্ধ হন বড় ছেলে নজিব উল্ল্যাহ।

গত বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে আমেনা বেগম মারা যান। পরে তার মরদেহ দাফনের জন্য নিজ বাড়ি শাহজাদপুরে আনা হলে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মায়ের মরদেহ সামনে রেখে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তার হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। এরপর বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে আমেনা বেগমের মরদেহ তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ভোরের বাণীকে বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিক সমঝোতার ভিত্তিতে উভয় পক্ষ মায়ের মরদেহ দাফনে রাজি হয়। দাফনের পর স্থানীয়রা পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...