বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, থানার আশপাশে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। থানার ভিতরের বিভিন্ন অংশেও পানি ঢুকে পড়ে, ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এতে থানায় আগত সাধারণ জনগণ যেমন বিপাকে পড়েন, তেমনি দায়িত্বপালনেও চরম অসুবিধায় পড়েন কর্তব্যরত পুলিশ সদস্যরা।
এলাকার বাসিন্দারা জানান, বছরের পর বছর এই সমস্যা চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, বর্ষা মৌসুমে থানা এলাকাটি প্রায় জলাবদ্ধ হয়ে যায়। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানি থানা প্রাঙ্গণে ঢুকে পড়ে।
স্থানীয়দের মধ্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত একটি টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
একজন ভুক্তভোগী বলেন, “অল্প বৃষ্টি হলেই আমার শ্বশুরবাড়ির থানা (ইসলামপুর থানা, জামালপুর) এলাকায় পানি ঢুকে যায়। বছরের পর বছর এই অবস্থা চলছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
স্থানীয়দের দাবি, ইসলামপুর থানায় যথাযথ ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নিকাশী লাইন সংস্কার করলে সমস্যার সমাধান সম্ভব। তারা এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসনসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...