বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে। ভুক্তভোগী যুগল কৃষ্ণ বসু জানিয়েছেন, তার দোকান এবং এতে থাকা সব ওষুধ, ফার্নিচার ও আলমারি পুড়ে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
যুগল কৃষ্ণ বসু বলেন, “প্রলয় মজুমদার কৃপা এবং তার সহযোগীরা দুর্গাপূজা উপলক্ষে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিল। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৪ অক্টোবর সন্ধ্যার আগে তারা দোকান থেকে আমাকে বের করে মিথ্যা মেয়েলি অভিযোগ দিয়ে অপমান করেছে এবং মারধর করেছে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগার ঠিক আগ মুহূর্তে আমি তাদের দোকানের আশপাশে ঘোরাফেরা করতে দেখেছি। কিছুক্ষণ পরেই পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়।”
জ্বালানি ওষুধ, ফার্নিচারসহ বিশাল ক্ষতির বিষয়টি থানায় জানাতে গেলে, পুলিশ তাকে অজ্ঞাতনামা মামলা করার পরামর্শ দিয়েছে। যুগল কৃষ্ণ বসু জানিয়েছেন, শনিবার তিনি সরাসরি পুলিশ সুপারের কাছে অভিযোগ দেবেন।
অগ্নিকাণ্ডে অভিযুক্ত প্রলয় মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাস্থল আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...