Logo Logo

গোপালগঞ্জে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন


Splash Image

গোপালগঞ্জে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) যোহরের নামাজের পর শহরের গেটপাড়ার কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হয়।


বিজ্ঞাপন


এর আগে, শহরের ছালেহিয়া কামিল মাদ্রাসা মসজিদে তার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সকালে সদর উপজেলার বলাকইড় গ্রামে তার প্রথম জানাযার নামাজ সম্পন্ন হয়।

মাহবুব হোসেন সারমাত গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের থানাপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর আগে তিনি স্ত্রী, তিন মেয়ে, পাঁচ ভাই ও চার বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

তার মৃত্যুতে গণমাধ্যম কর্মী, রাজনৈতিক সুশীল সমাজ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...