Logo Logo

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক


Splash Image

জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো গোপালগঞ্জেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”। এ কর্মসূচির আওতায় জেলার সাড়ে তিন লক্ষাধিক শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হবে।


বিজ্ঞাপন


রোববার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজ প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজ হাতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের টিকা প্রদান করে কার্যক্রমের সূচনা করেন।

জেলা প্রশাসক বলেন, “টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি। শিশুদের সুস্থ জীবন নিশ্চিত করতে এ টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই মহতী উদ্যোগ সফল করতে অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য।”

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার পাঁচটি উপজেলা ও পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নির্ধারিত টিকাদান কেন্দ্রে প্রায় সাড়ে তিন লক্ষ শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মো. ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ জ্যোৎস্না খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস, সহকারী কমিশনার মোঃ আতাউর রহমান ও এস এস আমিরুল মোস্তফা, গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

উদ্বোধনী দিনের সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। অভিভাবকরা সন্তানদের নিয়ে টিকাকেন্দ্রে আসেন, আর স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষার্থীরা “সুস্থ থাকব, টাইফয়েডকে রুখব” স্লোগানে মুখর করে তোলে পুরো প্রাঙ্গণ।

জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মো. ফারুক বলেন, “৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোরদের জন্য এই টিকা অত্যন্ত কার্যকর। এর মাধ্যমে জেলাজুড়ে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আমরা আশাবাদী।”

এদিকে টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ৯ অক্টোবর জেলা সিভিল সার্জন কার্যালয়ে গণমাধ্যমকর্মী, শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানান, আগামী কয়েক সপ্তাহ ধরে জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে, যাতে কোনো শিশুই টিকার আওতার বাইরে না থাকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...