Logo Logo

টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, উত্তেজিত জনতার সড়ক অবরোধ


Splash Image

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিনথিয়া আক্তার মীম (৮) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।

নিহত সিনথিয়া আক্তার মীম টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের মেয়ে এবং নীলফা বাজারের মডার্ন কিন্ডারগার্টেন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুল ছুটি হওয়ার পর রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মীমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় সে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, “দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী মীমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে গেছে, তবে বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...