Logo Logo

সারাদেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯৫৩ জন


Splash Image

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা বিভাগের ভিত্তিতে নিম্নরূপ: বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে ১৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২২ জন, খুলনা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর মোট ৫৪,৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শহরাঞ্চলে পানি জমে থাকা এবং মশার প্রজননের সুযোগ দিচ্ছে এমন পরিবেশে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...