Logo Logo

সৌদি আরব এক সপ্তাহে ১১,৮৪৯ জন অবৈধ বসবাসকারীকে দেশ থেকে বহিষ্কার করেছে।


Splash Image

ছবি: সংগৃহীত।।

মোট ২৩,৮২৪ জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে, ২,৭৬৪ জনকে ভ্রমণ সংক্রান্ত বুকিং সম্পূর্ণ করার জন্য পাঠানো হয়েছে এবং ১১,৮৪৯ জন অবৈধ অভিবাসীকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে।


বিজ্ঞাপন


সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত এক সপ্তাহে ২১ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ১১,৮৪৯ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, গত ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সময়ে দেশজুড়ে যৌথ অভিযানে মোট ২১,৪০৩ জন অবৈধ বিদেশি নাগরিককে আটক করা হয়। এর মধ্যে ১২,৪৩৯ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৪,৬৫০ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং ৪,৩১৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

অভিযানের অংশ হিসেবে ২৩,৮২৪ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি তৈরির জন্য। একইসঙ্গে ২,৭৬৪ জনের ফেরার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে ১১,৮৪৯ জন অবৈধ প্রবাসীকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে সৌদি সীমান্তে প্রবেশের চেষ্টা করার সময় ১,৮৭৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, ৩৬ জনকে সৌদি আরব থেকে অবৈধভাবে পালানোর চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়।

এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা চাকরি প্রদান করার অভিযোগে ২৯ জন সৌদি নাগরিক ও প্রবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ৩১,৩৪৪ জন প্রবাসী—যাদের মধ্যে ২৯,৮৪০ জন পুরুষ এবং ১,৫০৪ জন নারী—বিধানগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করে, পরিবহন দেয় বা আশ্রয় দেয়, তাহলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, ব্যবহৃত যানবাহন বা আশ্রয়ের ঘরও জব্দ করা হবে।

জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে, অবৈধ বসবাস বা সীমান্ত অতিক্রম সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে রিয়াদ, মক্কা ও পূর্ব প্রদেশে ৯১১ নম্বরে, আর অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে।

সৌদি আরবের এই অভিযান দেশটিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানেরই ধারাবাহিকতা, যা স্থানীয় নিরাপত্তা ও শ্রমবাজার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...