বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনটি লোহাগড়ার কামঠানা এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায় জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, প্রথমে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে বিষয়টি থানায় জানানো হলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়।
নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার গায়ে ছিল নীল রঙের টি-শার্ট এবং পরনে জিন্সের প্যান্ট। তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি নিছক দুর্ঘটনা—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদক- মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...