Logo Logo

বেনাপোলে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন


Splash Image

বেনাপোলে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় বেনাপোল রহমান চেম্বারের সানরুপ কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় আমদানি ও রপ্তানিকারক সদস্যদের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে মতিয়ার রহমান (মতি) কে সভাপতি করে “বেনাপোল আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব মতিয়ার রহমান (মতি) আমদানি-রপ্তানিকারকদের সরকারি রাজস্ব আহরণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উজ্জল বিশ্বাস, আ. লতীফ, মহিউদ্দিন ও সাজেদুর রহমান।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউর রহমান (জিয়া)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোয়াজ্জিম হোসেন (লিপু), এইচ এম আবুল বাশার, আমীন বিশ্বাস ও আব্দুল করিম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ ওসমান গনি ও বাবুল হোসেন। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীন হোসেন ও শম্ভু বিশ্বাস। দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক রয়েল হোসেন (রয়েল) ও ইসলাম।

প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কামাল হোসেন এবং সহ-প্রচার সম্পাদক আনিছুর রহমান। বন্দর বিষয়ক সম্পাদক শামীম হোসেন, কাস্টমস বিষয়ক সম্পাদক বাবু লাল বিশ্বাস, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শেখর দাস এবং আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইমদাদুল হক, বিল্লাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রাজ্জাক, মিলন হোসেন, হাজী আলী, জিসান আহম্মেদ (রাব্বি) ও শাহাদত হোসেন প্রমুখ।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের ঐক্য, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে বেনাপোল বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...