Logo Logo

টেকসই বেড়িবাঁধের দাবিতে পাথরঘাটায় নদীর পাড়ে মানববন্ধন


Splash Image

বরগুনার পাথরঘাটার পদ্মা স্লুইজ বাজার এলাকা মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর থেকে মানুষের কণ্ঠে মুখরিত হয় “নদী বাচলে বাচবে দেশ”, “নদী দখল ও দূষণকারীদের চিহ্নিত করুন”, “মৎস্যসম্পদ ও প্রকৃতি বাঁচাতে দুষণমুক্ত নদী চাই” এবং “উপকূল বাঁচাতে টেকসই বেড়িবাঁধ চাই”— এমন স্লোগান দিয়ে।


বিজ্ঞাপন


উপকূল রক্ষা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কয়েক শতাধিক মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছগির আলম, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, এবং পদ্মা ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলের মানুষের জীবিকা ও নিরাপত্তা টেকসই বেড়িবাঁধের উপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙন, দখল, দূষণ এবং জলোচ্ছ্বাসে এলাকার বেড়িবাঁধগুলো ভেঙে পড়ছে। এর ফলে লবণাক্ত পানিতে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি প্রাণহানিও ঘটছে।

সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, “উপকূলের রক্ষাকবচ হলো বেড়িবাঁধ। পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলবাসীকে জলবায়ু দুর্যোগ ও নদীভাঙনের ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব। টেকসই বেড়িবাঁধ এখন সময়ের দাবি।”

মানববন্ধন কর্মসূচি শেষে বক্তারা নদী রক্ষা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি তৎপর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...