বিজ্ঞাপন
উপকূল রক্ষা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কয়েক শতাধিক মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছগির আলম, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, এবং পদ্মা ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলের মানুষের জীবিকা ও নিরাপত্তা টেকসই বেড়িবাঁধের উপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙন, দখল, দূষণ এবং জলোচ্ছ্বাসে এলাকার বেড়িবাঁধগুলো ভেঙে পড়ছে। এর ফলে লবণাক্ত পানিতে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি প্রাণহানিও ঘটছে।
সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, “উপকূলের রক্ষাকবচ হলো বেড়িবাঁধ। পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলবাসীকে জলবায়ু দুর্যোগ ও নদীভাঙনের ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব। টেকসই বেড়িবাঁধ এখন সময়ের দাবি।”
মানববন্ধন কর্মসূচি শেষে বক্তারা নদী রক্ষা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি তৎপর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...