Logo Logo

জিপিএ-৫ পেলেন ২৭০ জন শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে শতভাগ পাশ


Splash Image

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস এবং জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


অধ্যক্ষ জানান, এবার কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ২৯৭ জন শিক্ষার্থী। সবাই পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ২৭০ জন।

তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার যোগ্য ছিল। যদিও ২৯৭ জনের মধ্যে ২৭০ জনই জিপিএ-৫ পেয়েছেন, বাকিরাও সবাই উত্তীর্ণ। প্রতিবারের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে ভর্তিতে সেরা ফলাফল করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

প্রসঙ্গত, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে বর্তমান নামকরণ করেন। কলেজটিতে কেবল বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে।

১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল স্থাপিত হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার সুবিধার কারণে এখানে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। মূল উদ্দেশ্য ছিল রেলওয়ে কারখানার জন্য দক্ষ এবং কারিগরি জ্ঞানসম্পন্ন শিক্ষার্থী তৈরি করা। ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়।

কলেজ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ এবং অন্যান্য প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...