বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নবীন খান ফয়সাল, ৮,নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম ডাকুয়া, মিতু আক্তার, যুবদল নেতা শামীম তালুকদার, হুমায়ুন খান, সাবেক ইউপি সদস্য আলম খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাবুল খানের পুত্র কিশোর গ্যাং লিডার রনি খান ও তার সহযোগী রিপন সিকদারের পুত্র ইসমাইল সিকদার এলাকার মূর্তিমান আতঙ্ক। গত বুধবার (১৫ অক্টোবর) রাতে নিজ বাড়িতে যাবার পথে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক তুহিন আকনকে হত্যার উদ্দেশ্যে কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজ রনি খান ও ইসমাইল সিকদারসহ ১০-১২ জন হামলা করে মারধর ও রক্তাক্ত জখম করে।
এ হত্যা চেষ্টার ঘটনায় আহত তুহিন বাদি হয়ে বৃহস্পতিবার বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা চেষ্টার দুইদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে করেনি। উলটো মিথ্যা ঘটনা সাজিয়ে আহত তুহিনের নামে আরেকটি মামলা দায়ের নিয়েছে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা তুহিনকে হত্যা চেষ্টাকারী কিশোর গ্যাং লিডার রনি খান ও তার সহযোগী রিপন সিকদারদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিনিধি- জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...