Logo Logo

মনোনয়ন না পেলেও আজীবন দলের জন্য কাজ করে যাবো : এম. এইচ. খান মঞ্জু


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এইচ. খান মঞ্জু।


বিজ্ঞাপন


শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে গোপালগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলের সিদ্ধান্তকেই আমি শ্রদ্ধার সঙ্গে মেনে নেবো। আমি দলের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ জরিপে যদি দল মনে করে আমি উপযুক্ত প্রার্থী, তাহলে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেবো। তবে মনোনয়ন না পেলেও বিএনপির জন্য আমৃত্যু কাজ করে যাবো ইনশাল্লাহ, কিন্তু কখনো স্বতন্ত্র প্রার্থী হবো না।”

তিনি আরও বলেন, “বিএনপি হচ্ছে গণমানুষের দল। তৃণমূলের মতামত ও জনআকাঙ্ক্ষার ভিত্তিতেই দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। আমি ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করি না, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেই নিজেকে উৎসর্গ করেছি।”

মঞ্জু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি গোপালগঞ্জের ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি ও তাঁর সহযোগীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে জেলার প্রতিটি গ্রামে ৩১ দফার প্রচারপত্র বিতরণ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর ও পরিবারের ওপর নানামুখী নির্যাতন এবং শতাধিক মামলার কথাও তুলে ধরে এম. এইচ. খান মঞ্জু বলেন, “নির্যাতনের পরও আমি বিএনপির আদর্শ থেকে একচুলও নড়িনি। আগামীতে যদি জনগণ আমাকে ভোটের সুযোগ দেয়, তবে গোপালগঞ্জের ছেলে হিসেবে এই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করবো।”

তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে বর্তমান সরকারের প্রশাসন বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। তবুও নেতাকর্মীরা মাঠে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন।

“গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপি মাঠ ছাড়বে না,” — দৃঢ় কণ্ঠে বলেন তিনি।

মতবিনিময় সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও গণমাধ্যমকর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভা শেষে এম. এইচ. খান মঞ্জু সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “গণমাধ্যম হলো জাতির দর্পণ। গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত সাংবাদিকতার ভূমিকা অপরিসীম।”

তিনি গোপালগঞ্জের সাংবাদিকদের পাশে থাকার এবং সত্য প্রচারে সহায়তা করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...