বিজ্ঞাপন
শনিবার (১৯ অক্টোবর) সকালে নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। আটক মুকুল ওই গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুকুল গাঁজাসেবী হিসেবে পরিচিত। বাইরে থেকে গাঁজা সংগ্রহে অতিরিক্ত খরচ হওয়ায় প্রায় আট মাস আগে নিজের বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় গাঁজা চাষ শুরু করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাঁজা গাছ উদ্ধার করে এবং মুকুলকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
সম্প্রতি কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক ও চোরাচালানবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় প্রশাসন এ বিষয়ে আরও তৎপর হয়ে উঠেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...