Logo Logo

চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার


Splash Image

চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশের ক্ষেত্রে বর্ধিত গেটপাস ফি (বাড়তি মাশুল) স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে কয়েকদিন ধরে চলা অচলাবস্থা সাময়িকভাবে নিরসন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


রোববার (১৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক।

তিনি জানান, “চট্টগ্রাম বন্দরে শনিবার থেকে ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও ট্রেইলার চলাচল বন্ধ ছিল। এতে আমদানি পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রভাব ফেলছিল। বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে শ্রমিক-মালিকদের সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, যানবাহনের বর্ধিত গেটপাস ফি পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।”

ওমর ফারুক আরও বলেন, “সরকারি অনুমোদনক্রমে জারি করা গেজেট তাৎক্ষণিকভাবে সংশোধন বা বাতিল করা বন্দর প্রশাসনের পক্ষে সম্ভব নয়। তবে শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে বিষয়টি স্থগিত করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে সুপারিশসহ প্রস্তাব বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর স্থায়ী সিদ্ধান্ত জানানো হবে।”

তিনি জানান, শ্রমিক ও মালিক প্রতিনিধিরা বৈঠকে আশ্বস্ত করেছেন যে তারা কাজে ফিরে যাবেন। বর্তমানে বন্দরের বাইরে প্রায় ছয় হাজার ট্রাক ও কাভার্ডভ্যান অপেক্ষমাণ আছে, যা দ্রুতই পণ্য ডেলিভারি ও রপ্তানি কার্যক্রমে অংশ নেবে।

বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান সুমন বলেন, “বৈঠকে বর্ধিত প্রবেশ ফি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আমরা সংগঠনভুক্ত সবাইকে কাজে ফেরার নির্দেশ দিয়েছি।”

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়। এর প্রতিবাদে শনিবার থেকে কনটেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ডভ্যান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছিলেন মালিক ও শ্রমিকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...