Logo Logo

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’


Splash Image

কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত গরমের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে। এরপর দেশে আঘাত হানতে পারে একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার নামকরণ করা হয়েছে ‘আঁখি’।


বিজ্ঞাপন


সোমবার (২০ অক্টোবর) বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে। সংস্থার পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘আঁখি’ বৃষ্টিবলয়টি খুবই শক্তিশালী। এর প্রভাবে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় এটি ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সৃষ্টি করতে পারে। বিডব্লিউওটি জানায়, এই বৃষ্টিবলয় ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরও তাদের পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা আরও ঘনীভূত হতে পারে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা একইরকম থাকতে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সংক্ষেপে, দেশের নাগরিকদের তাপদাহে সতর্ক থাকার পাশাপাশি হঠাৎ বৃষ্টির কারণে তৈরি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...