বিজ্ঞাপন
পুলিশ ও সেনা সূত্রে জানা গেছে, রোববার (২০ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসান।
অভিযানের সময় পলাতক আসামি বাদশা গাজীর বাড়ি থেকে একটি বিদেশি অস্ত্র, দুটি রাইফেল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাদশা গাজী চরবংশী ইউপির বিএনপির সাধারণ সম্পাদক এবং চরকাচিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে।
এই বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাওলাদার বলেন, “বাদশা গাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমার মনে হয় কেউ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বাদশা গাজীকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে।”
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।”
প্রতিবেদক- মাহামুদ সানী, লক্ষ্মীপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...