বিজ্ঞাপন
ব্রাহ্মণপাড়া থানার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে নুরুল ইসলামের বাড়ির পাশে বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় এলাকার একজন ব্যক্তি কাউছার আলম (৩০), প্রয়াত আবদুল হাকিমের ছেলে,কে আটক করা হয়।
কাউছারের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে নুরুল ইসলামের বাড়ির একতলা ছাদ থেকে আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। ঘটনার পর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, “এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কাউছার আলম এবং ইউপি সদস্য নুরুল ইসলামকে আসামি করা হয়েছে। কাউছারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নুরুল ইসলামের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।”
পুলিশ ও স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...