Logo Logo

রায়পুরে শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিচার দাবি


Splash Image

লক্ষ্মীপুরের রায়পুরে স্ক্র্যাপ ব্যবসায়ী হযরত আলী বেপারীর (৪০) বিরুদ্ধে এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক হযরত আলীকে আটক করে থানায় আনলেও রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়ার ঘটনায় ক্ষুদ্ধ শিশুর বাবা ও মা।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) দুপুরে রায়পুরের চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারের পরে শহর আলীর মোড় এলাকায়।

অভিযুক্ত হযরত আলি চরআবাবিল ইউপির বেপারি বাড়ীর রুস্তম আলী বেপারীর ছেলে।

ভুক্তভোগী শিশুর পিতা জানায়, হায়দরগঞ্জ বাজারের পরে শহরআলির মোড় এলাকায় অভিযুক্ত হযরত আলী চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার করলে পাশের এক নারী ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্ত হযরত আলী পালিয়ে যায়।

‎পরবর্তীতে শিশুটির মা রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযুক্ত হযরত আলীকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। তবে এঘটনায় প্রাথমিক তদন্তে সত্যতা নামেলায় তাকে ছেড়ে দেয়া হয়।

‎এদিকে শিশুটির বাবা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ের জীবনের ন্যায্য বিচার চাই।”

‎রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনাটি তদন্ত করা হয়েছে। প্রমাণ না পাওয়ায় অভিযুক্তকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি এখনও নজরে আছে।

প্রতিবেদক- মাহামুদ সানী, লক্ষ্মীপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...