বিজ্ঞাপন
নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া, সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে।
তিনি স্থানীয় আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান জানান, আজ স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে একটি বিরোধের সৃষ্টি হয়।
তানভীর সেই বিরোধ মেটাতে গেলে তার ওপর কিছু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তার সহপাঠীরা স্কুল ছুটির পর তার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় মোহাম্মদ তানভীর। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের রেফার করে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয় হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, এলাকায় কিশোরগ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় এমন মর্মান্তিক ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রতিনিধি -মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...