বিজ্ঞাপন
দেশের রোমান ক্যাথলিক খ্রিস্টভক্তদের জন্য পর্তুগালের ফাতেমা নগরীর আদলে নালিতাবাড়ীর এই সীমান্তঘেঁষা ধর্মপল্লীতে ফাতেমা রাণীর তীর্থস্থান স্থাপন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর (২০২৫) দুই দিনব্যাপী এই বার্ষিক তীর্থ উৎসব অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের মূল সুর নির্ধারণ করা হয়েছে- 'আশার তীর্থযাত্রী, ফাতেমা রাণী মা মারিয়া'।
বারোমারি মিশনের ফাদার তরুন বনোয়ারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। সভায় ফাদার তরুন বনোয়ারী উৎসবের পরিকল্পনা তুলে ধরেন এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তীর্থ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একইসাথে আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, বিজিবি কোম্পানি কমান্ডার, নালিতাবাড়ী উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর চৌধুরীসহ গণমাধ্যমকর্মী ও তীর্থ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...