বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন— মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
শনিবার (২৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের পোশাক পরে ডাকাতির এ ঘটনা ঘটে। আসামিরা ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ থেকে ফরিদপুরগামী সোনালি মুরগি বোঝাই পিকআপটি থামায়। এরপর তারা পিকআপচালক ও সহযোগীদের মুখ বেঁধে ফেলে এবং নিজস্ব মাইক্রোবাসে করে পাংশার আজিজ সরদার মোড় থেকে কুষ্টিয়ার দিকে নিয়ে যায়।
এদিকে, ডাকাতচক্রের সদস্যরা মুরগিবোঝাই পিকআপটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে পাঠিয়ে দেয়। পরে ভোর রাতে তারা পিকআপের চালক ও সহযোগীদের কুষ্টিয়ার ভাদালিয়া মোড়ে ফেলে রেখে যায়।
ঘটনার পরদিন পিকআপের মালিক পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার এলাকা থেকে মো. জুয়েল ওরফে সানিকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে গোপালগঞ্জ থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে লিমনের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতির শিকার পিকআপটি বরিশালের রুপাতলি এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে ডাকাতির মামলা প্রক্রিয়াধীন।
প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...