Logo Logo

কচুয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার


Splash Image

বাগেরহাটের কচুয়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মাধবকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃত আরমান শেখ কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মাধবকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমান শেখের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির সামনে নিজেদের দোকানে বসা ছিল। এই সময় অভিযুক্ত আরমান শেখ সিগারেট কেনার কথা বলে শিশুটিকে দোকানের পেছনে নিয়ে যায়। এরপর চায়ের দোকানের পার্শ্ববর্তী একটি অটো গ্যারেজের পেছনে বাথরুমের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।" তিনি আরও জানান, বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং শনিবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...