Logo Logo

ইস্কন নিষিদ্ধের দাবীতে শিবচরে বিক্ষোভ মিছিল


Splash Image

“আলিফ হত্যাকান্ডের বিচার, মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে গুম করে হত্যা চেষ্টা এবং বিভিন্ন ভাবে মুসলমান নারীদের ধর্ষণ সহ দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায়” হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবীতে মাদারীপুরের শিবচর উপজেলায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪:৩০ মিনিটে উপজেলার কেন্দ্রীয় মসজিদ থেকে স্থানীয় মুসল্লীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ৭১ চত্বরে সমবেত হয়।

মিছিলে নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের অন্যতম কর্ণধার পীরজাদা বাহাদুরপুর জনাব হাফেজ মাওলানা হানজালা সাহেব। এছাড়াও উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে শিবচর উপজেলা বিএনপির সদস্য সাইদুজ্জামান নাসিম দেশ বিরোধী বিভিন্ন কাজের জন্য এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ইস্কনকে নিষিদ্ধ সংগঠনে তালিকাভুক্ত করা এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।

সমাপনী বক্তব্যে পীরজাদা হানজালা এই দক্ষিণ বঙ্গে ইসলাম প্রতিষ্ঠায় তার পূর্বপুরুষের ইতিহাস বর্ণনা করেন। তিনি অভিযোগ করেন, "শিবচরে ইস্কনকে যারা প্রতিষ্ঠিত করেছিলো তারা এখন দেশ ছাড়া। তবে তাদের রেখে যাওয়া কিছু শাখা প্রশাখা এখনো এই সংগঠনের মাধ্যমে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।" তিনি আরও প্রতিজ্ঞা করেন যে, এই ষড়যন্ত্র যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...