Logo Logo

শেরপুরে শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ স্বপদে বহাল


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ স্বপদে বহাল হয়েছেন। উচ্চ আদালতের আদেশ নিয়ে তিনি রবিবার (২৬ অক্টোবর) বিকাল তিনটায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করেন এবং বিকালে তিনি তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিসের কার্যক্রম শুরু করেন।


বিজ্ঞাপন


চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ বলেন, "আমি ষড়যন্ত্রের শিকার, আমি কোনো দুর্নীতি করিনি যা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে। আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য একটা মহল দীর্ঘদিন ধরেই ষড়যন্ত্র করে যাচ্ছে।"

তিনি আরও বলেন, "শাহবন্দেগী ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে কার্যালয়ের কোনো নিজস্ব জায়গা জমি ছিল না। আমি দায়িত্ব নেবার পর স্থায়ী ইউনিয়ন কার্যালয় নির্মাণের জন্য প্রায় অর্ধকোটি টাকার জমি ক্রয় করেছি এবং নিজস্ব ভবন নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া কোনো সেবার বিনিময়ে আমি কোনো সুবিধা গ্রহণ করি না। এজন্য আমার কাজের প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার পরিষদকে বিতর্কিত করার জন্য একটা মহল দীর্ঘদিন ধরেই ষড়যন্ত্র করে যাচ্ছে যা শেরপুর উপজেলাবাসী ভালো ভাবে জানে। সুতরাং আমার পরিষদ পরিচ্ছন্ন ও দুর্নীতি মুক্ত যা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে। সুতরাং আল্লাহ সহায় থাকলে কোনো ষড়যন্ত্রকারীদের খায়েশ পূরণ হবে না।"

তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হওয়ায় আনন্দিত হয়ে তার ইউনিয়নের প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা মোটর সাইকেল যোগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করে চেয়ারম্যানকে সহযোগিতা করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...