Logo Logo

সিলেটে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত গণপরিবহন ব্যবস্থা বাস্তবায়নের পথে


Splash Image

সিলেট নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত গণপরিবহন ব্যবস্থা বাস্তবায়নের পথে। খুব শিগগিরই মহানগরীতে নিয়মতান্ত্রিক গণপরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।


বিজ্ঞাপন


নগরবাসীর সহজ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং অবৈধ ও অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়ন্ত্রণে আনতেই এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে নগরীর সিএনজি ও প্যাডেল রিকশার ভাড়া নির্ধারণে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর সার্বিক যানবাহন ব্যবস্থাপনা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে— এখন থেকে সিএনজিতে সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহন করা যাবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সিএনজির উভয় পাশে নিরাপত্তা গ্রিল সংযোজন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সিএনজি ও প্যাডেল রিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে, যাতে যাত্রী ও চালক উভয় পক্ষই ন্যায্য সুবিধা পায়।

এসএমপি জানিয়েছে, সিদ্ধান্তগুলোর কার্যকর তারিখ ও সময় যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে এর আগে কিছু অসাধু ব্যক্তি ও সংগঠন ভাড়া বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে— ঘোষিত সময়ের পূর্বে সিএনজির পূর্বের ভাড়াই বহাল থাকবে।

সিএনজি মালিক ও চালকদের উদ্দেশে এসএমপি’র পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ জানানো হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কেউ যেন অতিরিক্ত ভাড়া নির্ধারণ বা আদায় না করে। একই সঙ্গে নগরবাসীকেও আহ্বান জানানো হয়েছে সচেতন থাকতে ও কোনো অভিযোগ থাকলে তা পুলিশের সংশ্লিষ্ট দপ্তরে জানানোর জন্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...