Logo Logo

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, ভর্তি ১১৪৩


Splash Image

গ্রাফিক্স : ভোরের বাণী।

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক রূপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা ২৬৩ জন। একই সময়ে আরও ১ হাজার ১৪৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় মোট ২৮২ জন—এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৬৫ ও দক্ষিণ সিটিতে ১৫৪ জন। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৬ জন, রংপুরে ৫০ জন ও সিলেটে ৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...