Logo Logo

কুমির লোকালয়ে, আতঙ্কে এলাকাবাসী


Splash Image

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে পদ্মা নদী থেকে উঠে এসেছে একটি কুমির। শুক্রবার গভীর রাতে লোকালয়ে কুমির দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পদ্মাপাড়ের গ্রামজুড়ে।


বিজ্ঞাপন


মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে পদ্মা নদী থেকে উঠে এসেছে একটি কুমির। শুক্রবার গভীর রাতে লোকালয়ে কুমির দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পদ্মাপাড়ের গ্রামজুড়ে।

নদী তীরবর্তী শামুরবাড়ি গ্রামের বাসিন্দারা জানান, পুকুর পাড়ে একটি ৬ থেকে ৭ ফুট লম্বা কুমির দেখা গেছে। হঠাৎ করে এমন ভয়ংকর প্রাণী লোকালয়ে ওঠায় গ্রামজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কুমিরটি দেখতে শনিবার দিনভর স্থানীয় ছাড়াও আশপাশের গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন ঘটনাস্থলে।

প্রত্যক্ষদর্শী টগর খান জানান, শুক্রবার রাত ১টার দিকে পথচারী মো. রানা ওরফে মধু পুকুরপাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক গৃহস্থের গোয়াল ঘরের পাশে কুমিরটি দেখতে পান। তিনি আতঙ্কে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসেন। এরপর টর্চলাইটের আলো ফেলতেই কুমিরটি পাশের কচুরিপানা ভর্তি পুকুরে চলে যায়।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে আবারও কুমিরটি পুকুর থেকে উঠে আসে। তখন স্থানীয় এক যুবক মোবাইল ফোনে কুমিরটির সংক্ষিপ্ত ভিডিও ধারণ করতে সক্ষম হন। কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি পুনরায় পানিতে নেমে যায়।

“রাতে ডাকচিৎকার শুনে পুকুরপাড়ে গিয়ে দেখি গোয়াল ঘরের পাশে বিশাল এক কুমির। ছবি তুলতে যেতেই আবার পুকুরে নেমে যায়।”

তিনি আরও জানান, গ্রামজুড়ে এখন সবাই আতঙ্কে আছেন। বাচ্চারা বাইরে বের হতে ভয় পাচ্ছে।

এ ঘটনায় গ্রামবাসী কুমিরটি নিরাপদে ধরার এবং বনবিভাগের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেছার উদ্দিন বলেন,

“ঢাকা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। জনসাধারণকে অনুরোধ করছি, কুমিরটিকে যেন কেউ আঘাত না করে।”

বিশেষজ্ঞদের মতে, বর্ষার পানি কমে যাওয়ার সময় নদীসংলগ্ন খাল বা জলাশয় শুকিয়ে গেলে কুমির অনেক সময় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। পদ্মার তীরবর্তী এলাকায় এর আগেও একাধিকবার কুমির দেখা গিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...