Logo Logo

মনিরামপুরে হাকোবা এলাকায় ঘর দখল, মাদক সেবনের প্রতিবাদ করায় ব্যবসায়ীর উপর হামলা


Splash Image

যশোরের মনিরামপুর উপজেলার হাকোবা(কুন্ডুপাড়া) এলাকায় পূর্ব বিরোধের জের ধরে এক বৃদ্ধ আড়ত ব্যবসায়ীর বসত বাড়ি দখল ও দখলীকৃত ঘরে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় নারী ও পুরুষের উপর হামলা এবং লুটপাটের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


সরেজমিনে ঘটনার তদন্তে প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে গত ২২/১০/২০২৫ (বুধবার) সকাল অনুমান ৮ ঘটিকায় অভিযুক্ত জয়দেব কুন্ডু(৫০),ইন্দ্রজিৎ কুন্ডু(৪০),উজ্জ্বল কুন্ডু(২৮) সহ সঙ্গীয় আরও দুবৃত্ত ব্যক্তিরা জয়দেব কুন্ডু'র নেতৃত্বে একই এলাকার প্রভাত কুন্ডু'র বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে।

তখন তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে এবং বলতে থাকে তোদের একটা ঘর এবং কিছু জায়গা দখল করেছি বাড়াবাড়ি করলে সবকিছুই দখল করে তোদেরকে এলাকা ছাড়া করবো। এসমস্ত কথার প্রতিবাদ করতে গেলে প্রভাত কুন্ডু'র উপর জয়দেব কুন্ডু'র নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় হামলা করে উল্লিখিত ব্যক্তি ও তাদের সহকারীরা।তখন তাদের ডাক চিৎকারে বাড়ির মহিলা সহ অন্যান্যরা প্রভাত কুন্ডুকে বাঁচাতে এগিয়ে এলে ঠেকাতে আসা নারী ও পুরুষদের উপরেও করা হয় হামলা,তখন মহিলাদের গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং এক নারীর পরনের পোশাক টেনে শ্লীলতাহানি করা হয় বলে জানা গেছে।

এতেও ক্ষান্ত হয়নি অভিযুক্তরা,তখন প্রভাত কুন্ডু'র ঘর বাড়িতে ভাঙচুর এবং ঘরে থাকা নগদ টাকা পয়সা লুটপাট করে নেওয়ার ঘটনা ঘটিয়েছে একইসাথে অপরাধীরা চলে যাওয়ার সময় আক্রমণকারীদের উদ্দেশ্য করে বলে যায় এসব ঘটনা নিয়ে থানা পুলিশ বা মামলা মোকদ্দমা করলে সবাইকে প্রাণে মেরে ফেলবে।

অভিযুক্তরা এমন কর্মকাণ্ড ঘটিয়ে পরদিনই ভুক্তভোগী পরিবারের নামে ফৌজদারি মামলা করেছেন বলে জানা গেছে। একই মামলায় ভুক্তভোগী পরিবারের দু'জন পুলিশ সদস্য ঘটনাস্থলে না থাকলেও তাদের হয়রানি করার জন্য নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার এখন নিরাপত্তা শঙ্কায় ভুগছেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা জমিজমাসংক্রান্ত জমিজমা সংক্রান্ত পুরোনো জটিলতা থেকে এই অপ্রত্যাশিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

এবিষয়ে মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটা মারামারির ঘটনা ঘটেছে ভুক্তভোগী কোর্টে মামলার আবেদন করেছে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো যাবে।

-স্টাফ রিপোর্টার

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...