Logo Logo

কোটালীপাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ সোমবার উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দিনটি উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় এবং পরে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ও অতিথিবৃন্দ যুবদলের ৪৭ বছরের পথচলা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুব আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, পৌর যুবদলের আহ্বায়ক মিরাজ সরদার, সদস্য সচিব সালাউদ্দিন শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা। এছাড়াও স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ যুবদলের কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং আগামীতে একটি শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...