Logo Logo

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নীলফামারী জেলা যুবদল বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন করেছে। যুবদলের এই আয়োজন সফল করতে সংগঠনটির হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করে।


বিজ্ঞাপন


আজ সকালে শহরের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে এগোরাটায় দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার, ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সদস্য শেফাউল আলম জাহাঙ্গীর শেপু।

এসময় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল — দেশের যুব সমাজকে সুসংগঠিত করে জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র, ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। আজও আমরা সেই লক্ষ্য ও আদর্শে অটল। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যুবসমাজের দায়িত্ব আরও বেড়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে যুবদল ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার সাহসিকতা এবং তারুণ্যের প্রতীক দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে যুবদল আবারও গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে বিজয়ী হবে। সেই সাথে বক্তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয় লাভের জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে ৩১ দফা বাস্তবায়ন করবেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজা উদ দৌলা, পৌর যুবদলের আহবায়ক হাসানুজ্জামান তৌহিদ, সদস্য সচিব আবু সাঈদ বাবু, সাবেক ছাত্রনেতা এম এইচ মেনান, রামনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাগর আলী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...