ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,৬৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। এই নতুন মূল্য তালিকা মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কমলো মূল্যবান এই ধাতুর দাম। এর ঠিক আগে গত রোববারও (২৬ অক্টোবর) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার প্রেক্ষিতেই এই মূল্য সমন্বয় করা হলো বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনা ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ৩৮ হাজার ৮৪২ টাকায় বিক্রি হবে।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...