Logo Logo

ডলার সংকটের মধ্যে স্বস্তি: রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন


Splash Image

প্রতিকী ছবি

চলমান ডলার সংকটের খবরের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি ফিরেছে। দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি মাসের ২৭ অক্টোবর পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২১৭ কোটি ৮ মিলিয়ন ডলার বা ৩২ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে এই বৃদ্ধি ঘটেছে। এর আগে গত ২১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ২১০ কোটি ৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার (৩২.১০ বিলিয়ন)। অর্থাৎ, এই এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে প্রায় ৭ কোটি ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, দেশের প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ কিছুটা কম। এই পদ্ধতি অনুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৭ কোটি ৬ দশমিক ৫৯ মিলিয়ন ডলার (২৭.৩৭ বিলিয়ন ডলার)। যা গত ২১ অক্টোবর ছিল ২ হাজার ৭৩৫ কোটি দশমিক ৯৩ মিলিয়ন ডলার (২৭.৩৫ বিলিয়ন)।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারেই বর্তমানে নিট রিজার্ভ গণনা করা হয়। সাধারণত মোট বা গ্রস রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় ও দেনা বিয়োগ করার পর নিট বা প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...