Logo Logo

নীলফামারীতে কচুরিপানা ফুলের সৌন্দর্যে বিমোহিত পথচারী


Splash Image

বর্ষার পানি ও তাজা সবুজ প্রকৃতির সাথে মিলেমিশে নীলফামারীর খাল-বিল ও নদী তীরে কচুরিপানা ফুলের অপরূপ সৌন্দর্য চোখ জুড়াচ্ছে। বর্ষাকালীন এই সময় জেলায় ভ্রমণপিপাসু ও স্থানীয় মানুষ প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগে মুগ্ধ হচ্ছেন।


বিজ্ঞাপন


জেলার প্রায় প্রতিটি নদী ও জলাশয়ে ফুটে ওঠা কচুরিপানার ফুলের নির্মল ও স্নিগ্ধ সৌন্দর্য প্রকৃতিকে করেছে আরও নান্দনিক। ছোটদের খেলা আর গ্রামের মেয়েদের ফুল বাঁধার দৃশ্য যেন প্রাণবন্ত করে তুলেছে স্থানীয় পরিবেশ। জলাশয় থেকে শিশির ভেজা কচুরিপানার ফুল তুলছে শিশুরা, আবার তরুণ-তরুণিরা ছবির ক্যানভাসে নিজেদের স্মৃতিময় মুহূর্তগুলো বন্দি করছেন।

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা শাহিন আলম দৈনিক ভোরের বাণী জেলা প্রতিনিধিকে বলেন, “কচুরিপানার ফুলের যে এত অপরূপ সৌন্দর্য থাকে তা চোখে না দেখলে হয়তো বোঝা যেত না। বাড়ির পাশে এমন দৃশ্য চিত্তবিনোদনের নতুন আনন্দের দুয়ার খুলে দেয়।”

স্থানীয় বাসিন্দা রাসেল বাবু জানান, “প্রতি বছর বর্ষার পানি জমে বিলের চারপাশ কচুরিপানায় ভরে যায়। স্থানীয়রা এই কচুরিপানা কেটে গো-খাদ্য হিসেবে গরুকে খাওয়ায়। এখন পানি কমতে শুরু করেছে, ফলে কচুরি ফুলও ফুটতে শুরু করেছে। এছাড়া কচুরিপানা থেকে জৈব সার তৈরি হয়, যা কৃষক ফসল উৎপাদনে আর্থিকভাবে লাভবান হচ্ছে।”

বর্ষার এই সৌন্দর্য কেবল নীলফামারীর প্রাকৃতিক দৃশ্যকে সমৃদ্ধ করছে না, বরং স্থানীয়দের জীবনযাত্রাতেও আনছে উপকারিতা। প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক নতুন রঙ ও আনন্দের উৎস হয়ে উঠেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...