Logo Logo

নড়াইলে ভূমি সেবা চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে সেমিনার


ভোরের বাণী

Splash Image

নড়াইলে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর সমাপনী দিনে বুধবার (২৭ মে) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘ভূমি সেবা অটোমেশন বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ নকশা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সেমিনারে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী। নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, জামায়াত নেতা হিমু সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায় সহজীকরণ ও ভূমি সেবা অটোমেশন সংক্রান্ত নানা সমস্যা ও তাদের সমাধানের পথ নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “ভূমি সেবা অটোমেশন কার্যক্রম উন্নত করার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে যা জনগণের জন্য সুফল বয়ে আনবে।

প্রতিবেদক-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...