প্রতিকী ছবি
বিজ্ঞাপন
বিউবোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং ঝুঁকিপূর্ণ গাছ-পালার শাখা-প্রশাখা কাটার মতো অত্যাবশ্যকীয় কাজের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত।
জানা গেছে, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মূলত বিতরণ বিভাগ-২ এর আওতায় থাকা নিম্নলিখিত ফিডারগুলোর গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন:
এই ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো শিবগঞ্জবাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও এর আশপাশের অঞ্চলসমূহ।
এই ফিডারের গ্রাহকদের মধ্যে রয়েছেন মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও এর আশপাশের এলাকার বাসিন্দারা।
উপশহর ব্লকের 'এ' এলাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের গ্রাহকরাও এই সময়ে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হবেন।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নির্ধারিত সময়ের আগে যদি কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি গ্রাহকদের ধৈর্য ধারণ করে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...